মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | আহত ইডি আধিকারিকদের বয়ান রেকর্ড, হাসপাতাল থেকে ছাড়া পেলেন ২ জন

Pallabi Ghosh | ০৬ জানুয়ারী ২০২৪ ১৮ : ১১Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: বয়ান রেকর্ড করা হল সন্দেশখালিতে আহত ইডি আধিকারিকদের। শনিবার সল্টলেকের যে বেসরকারি হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন আছেন সেই হাসপাতালে গিয়ে তাঁদের বয়ান রেকর্ড করে পুলিশ। এদিন হাসপাতালে আসেন বসিরহাট পুলিশ জেলার ডিএসপি সানন্দা গোস্বামী। দেখা করেন চিকিৎসাধীন আধিকারিকদের সঙ্গে। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি জানান, আধিকারিকরা এখন ভাল আছেন। তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে।
যদিও তদন্ত এখন কোথায় দাঁড়িয়ে আছে সেবিষয়ে তিনি কিছু বলেননি। তাঁর কথায়, তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে। ডেভেলপমেন্ট হলে জানানো হবে। এদিনই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ইডির দুই আধিকারিক অঙ্কুর গুপ্ত, সোমনাথ দত্তকে।হাসপাতাল থেকে বেরিয়ে এদিন ডিএসপি যান সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে।
রাজ্যে রেশন দুর্নীতি মামলার তদন্তে কেন্দ্রীয় বাহিনী নিয়ে শুক্রবার সকালে সন্দেশখালিতে শেখ শাহজাহান নামে এক তৃণমূল নেতার বাড়িতে যায় ইডি। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর ঢুকতে না পেরে তাঁরা দরজার তালা ভাঙতে গেলে পিল পিল করে ঘটনাস্থলে চলে আসেন শাহজাহানের অনুগামীরা। ঘিরে ফেলা হয় ইডি ও কেন্দ্রীয় বাহিনীকে। মারমুখী এই অনুগামীদের সামনে পিছু হঠতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। কিন্তু পিছু হঠেও রক্ষা হয়নি। মারধর করা হয় ইডি আধিকারিকদের। এমনকী খবর সংগ্রহ করতে যাওয়া সংবাদ মাধ্যমের কর্মীদেরও মারধর করা হয়। তদন্ত করতে না পেরে শেষপর্যন্ত পালিয়ে আসতে বাধ্য হয় ইডি। কোনওরকমে কলকাতায় ফিরে আহত ইডি আধিকারিকরা হাসপাতালে ভর্তি হন। যদিও গোলমালের সময় শাহজাহানকে দেখা যায়নি। বাড়ি থেকে সে পালিয়ে যায় বলেই জানা গিয়েছে। যার খোঁজ করছে ইডি।




নানান খবর

নানান খবর

সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন

মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?

টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?‌ 

বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার 

মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক

কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪

সোশ্যাল মিডিয়া